Date: October 27, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নেছারাবাদে পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেছারাবাদে পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ১

October 27, 2025 02:42:05 PM   উপজেলা প্রতিনিধি
নেছারাবাদে পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেফতার ১

পুলিশের নাম ভাঙিয়ে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পিরোজপুরের নেছারাবাদে জয়দেব শর্মা (J.S) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জয়দেব শর্মা উপজেলার জুলুহার গ্রামের মৃত কার্তিক চন্দ্র শর্মার ছেলে।

এই ঘটনায় ভুক্তভোগী মো. সোহাগ খান (২০) বাদী হয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। সোহাগ উপজেলার সেহাংগল গ্রামের মো. মাসুম খানের ছেলে। মামলা দায়েরের পর রবিবার (২৬ অক্টোবর) বিকেলে জয়দেব শর্মাকে আদালতে প্রেরণ করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, জয়দেব শর্মা ও বাদী সোহাগ খান একই ইউনিয়নের বাসিন্দা। সোহাগের স্ত্রী নিখোঁজ হওয়ায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। জিডি করিয়ে দেওয়ার কথা বলে জয়দেব পুলিশের নাম ভাঙিয়ে সোহাগের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেয়। পরে সোহাগ যখন সরাসরি থানায় গিয়ে জিডি করতে চান, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়।

ভুক্তভোগী সোহাগ খান জানান, “জয়দেব শর্মা থানার পুলিশকে খরচ দেওয়ার কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। পরে সে নিজেও টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে।”

অভিযোগে আরও উল্লেখ করা হয় যে, জয়দেব শর্মা পূর্বেও একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন জানান, “গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশের নাম ভাঙিয়ে একজনের কাছ থেকে টাকা নিয়েছিল। আমরা বিষয়টি জানার পর তাকে আটক করি। তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।”