লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর (তারিখ) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ সভায় সভাপতিত্ব করেন।
এতে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তফা হাসান ঈমাম, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়নের সার ডিলার ও খুচরা সার বিক্রেতারা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, পাটগ্রামে সারের কোনো সংকট নেই। কৃষকরা সময়মতো সার পাবেন। তিনি এসময় প্রত্যেক ডিলারকে তাদের নিজ নিজ ইউনিয়নে গুদাম (গোডাউন) স্থাপনের নির্দেশ দেন।