
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন দেশটির ৬২ শতাংশ নাগরিক। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা এবং নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায়ে এই দাবি উঠেছে। ইসরাইলি দৈনিক মারিভ পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপের ফলাফল অনুযায়ী, ৬২ শতাংশ নাগরিক নেতানিয়াহুর পদত্যাগ চান, ২৯ শতাংশ তাঁকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চান এবং ১৯ শতাংশ কোনো মন্তব্য করেননি। জরিপে লিকুদ পার্টির সমর্থকদের ১৮ শতাংশই প্রধানমন্ত্রীর পদত্যাগের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে বিরোধী দলগুলোর ৯৩ শতাংশ এবং ক্ষমতাসীন জোটভুক্ত দলগুলোর ৩১ শতাংশ সমর্থক নেতানিয়াহুর পদত্যাগ চেয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায়, যার ফলে ১,২০০ ইসরাইলি নিহত হন এবং ২৫০ জনকে জিম্মি করা হয়। এই ঘটনার জবাবে ইসরাইলি সেনাবাহিনী গাজায় টানা অভিযান চালায়। ১৫ মাস ধরে চলা অভিযানে গাজায় ৪৭ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান।
গত ১৯ জানুয়ারি থেকে হামাস এবং ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি কার্যকর হয়েছে। তবে জরিপে অংশগ্রহণকারীদের মাত্র ২৮ শতাংশ এই যুদ্ধবিরতির সফলতায় আস্থা রেখেছেন। ৩৯ শতাংশের বিশ্বাস, এটি টিকবে না, এবং ৩৩ শতাংশ বিষয়টি নিয়ে সন্দিহান।
নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে ইসরাইলি নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ স্পষ্ট হয়েছে। নাগরিক নিরাপত্তা ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি দিন দিন জোরালো হচ্ছে।