
'ক্রীড়ানন্দে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' স্লোগানে নেত্রকোনার তেলিগাতী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি রবিবার কলেজ মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তেলিগাতী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম।
কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদন প্রতিটি শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।" কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তেলিগাতী সরকারি কলেজের শিক্ষকবৃন্দ।