Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় নাশকতা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় নাশকতা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

May 11, 2025 12:59:03 PM   উপজেলা প্রতিনিধি
নেত্রকোনায় নাশকতা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

নাশকতা মামলার আসামি ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের কাটলী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া সোবায়েল আহমেদ খান নেত্রকোনা পৌরসভার কাটলী এলাকার বাসিন্দা এবং মৃত শফিকুর রহমান খানের ছেলে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, সোবায়েল ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, এসব মামলায় সোবায়েলকে রবিবার (১১ মে) দুপুরে আদালতে সোপর্দ করা হবে।