
শাহাদৎ হোসেন:
ধর্মের নামে মিথ্যা ফতোয়াবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ‘জড়তা, অন্ধত্ব, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে’ শীর্ষক আলোচনা সভা করেছে মানবতার কল্যাণে নিবেদিত আন্দোলন হেযবুত তওহীদ।
গত শুক্রবার একই দিনে ময়মনসিংহ ও মানিকগঞ্জ জেলা শহরে পৃথক পৃথক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার দিনব্যাপী নগরীর আব্দুর জব্বার মিলনায়তনে ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদ নারী বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলা নারী সম্পাদক রাহিমা আক্তার রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির নারী সম্পাদক রুফায়দাহ পন্নী।
মুখ্য আলোচকের বক্তব্যে রুফায়দাহ পন্নী জাতির অর্ধেক জনসংখ্যা নারীদেরকে পশ্চাৎপদ রেখে জাতির উন্নতি-প্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, নারীরা একটি জাতির অর্ধেক জনসংখ্যা। সেই নারীদেরকে পশ্চাৎপদ রেখে জাতির উন্নতি, প্রগতি সম্ভব নয়। জাতির কাঙ্ক্ষিত উন্নতি পেতে হলে নারীদেরকে যথাযথ যোগ্যতা ও মেধানুযায়ী সমাজে সকল ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, উগ্রবাদ, ধর্মব্যবসা, অপরাজনীতি, হুজুগ, গুজব, ধর্মান্ধতা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মের প্রকৃত শিক্ষা ও আদর্শ মানবজাতির কাছে তুলে ধরে আসছে হেযবুত তওহীদ। আর এ মহান কাজে পুরুষদের পাশাপাশি হেযবুত তওহীদের নারীরাও নিজেদের যোগ্যতা ও মেধা অনুযায়ী অংশগ্রহণ করে নিঃস্বার্থভাবে দেশ ও জাতির কল্যাণে অবদান রেখে যাচ্ছে।
এ সময় তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মের প্রকৃত শিক্ষা ও আদর্শ মানবজাতির কাছে তুলে ধরতে হেযবুত তওহীদের নারীদের আরও অগ্রগামী হওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, বিভাগীয় সম্পাদক রহমত উল্লাহ রানা, জেলা সভাপতি হাবিবুর রহমান, নেত্রকোণা জেলা সভাপতি আব্দুল কাইয়ুমসহ হেযবুত তওহীদের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।
একই দিনে বেলা ১১টায় মানিকগঞ্জ জেলা সদরের শহীদ রফিক সড়ক সংলগ্ন সাংস্কৃতিক বিপ্লবী সংঘ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে হেযবুত তওহীদের মানিকগঞ্জ নারী জেলা শাখা।
হেযবুত তওহীদের মানিকগঞ্জ জেলা নারী সম্পাদক রেহানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থকে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম নারী বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা।
তিনি তার বক্তব্যে রসুল (সা.) এর সময় ইসলামে নারীদের অবদান ও অবস্থান তুলে ধরেন। এ সময় পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে মানুষ অন্যায়, জুলুম, রক্তপাত, মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধে জর্জিত উল্লেখ করে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই কাজে পুরুষের পাশাপাশি নারীরাও ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় নারী সম্পাদক তাসলিমা ইসলাম, আশুলিয়া থানা নারী সম্পাদক ফাহিমা মহসিন, অনলাইন প্রচার সম্পাদক নুসরাত জাহান প্রমুখ।