
নীলফামারীর জলঢাকায় প্যানেল চেয়ারম্যান সুবাস রায়ের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে ডিয়াবাড়ী বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুবাস রায় দুর্নীতির সঙ্গে জড়িত। বিশেষ করে, তার বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ এনে বক্তারা দ্রুত পদত্যাগের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে স্থানীয় জনগণের পাশাপাশি শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের নেতাকর্মী ও সুবিধাবঞ্চিত ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন মঞ্জুরুল আলম, লিয়াকত হোসেন খান, মঞ্জুরুল হাসান মিন্টু, আবু সাঈদ ও মুন্নী আক্তার।