
চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি:
চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (অফডে) পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের রাজশাহী জেনারেল ম্যানেজার (পশ্চিম) এর পক্ষে সহকারী চীফ অপারেটিং সুপারেনডেন্ট (পি) পশ্চিম, আব্দুল আউয়াল এর স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয় যে, আগামী ৩ সেপ্টেম্বর ২০২৪ থেকে চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি প্রতি মঙ্গলবার এবং ঢাকা থেকে চিলাহাটি আসার জন্য প্রতি বুধবার সাপ্তাহিক বন্ধ থাকবে।