Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নালিতাবাড়ীতে কবরস্থানের উন্নয়নে বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নালিতাবাড়ীতে কবরস্থানের উন্নয়নে বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

June 19, 2022 04:12:32 AM  
নালিতাবাড়ীতে কবরস্থানের উন্নয়নে বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৌলত হোসেন, নালিতাবাড়ী সংবাদদাতা:
কবরস্থানের উন্নয়নে বাধা প্রদান ও কবরস্থানের টাকা আত্মসাতের প্রতিবাদে এলাকাবাসী ও মসজিদ কমিটির নের্তৃবৃন্দ এক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুর ১২টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খালভাংগা গ্রামের কবরস্থান সম্মুখে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খালভাঙ্গা ইদগাহ মাঠ, কবরস্থান ও মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, আমাদের গ্রামের নামে একটি সামাজিক কবরস্থান রয়েছে এবং দীর্ঘদিন  যাবৎ কমিটির মাধ্যমে এর উন্নয়ন কাজ চলে আসছে। সম্প্রতি সময়ে এলাকার সকল মানুষের কবরস্থ করা, ঈদের নামাজ আদায় করা, ইদগাহ মাঠের সংস্কার কাজ জরুরী হয়ে পড়ায় এলাকার রমজান আলীর ছেলে রকিবুল হাসান রানা ও তার ভাই পুলিশের এসআই সিহাব হাসান বাবুসহ কয়েকজন মিলে তারা সংস্কার কাজে বাধা প্রদান করে। এই নিয়ে তারা দু’ভাই থানা পুলিশের সহযোগিতা নিয়ে আমাদের খালভাঙ্গা ইদগাহ মাঠ, কবরস্থানের কাজে পুলিশ দিয়ে কাজ বন্ধ করে দেয়। পরে তারা হয়রানী করার উদ্দেশ্যে কোর্টে একটি মামলা দায়ের করে। মামলায় কমিটিরসহ সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ এলাকার ১০ জনকে বিবাদী করা হয়।

এদিকে ২০১২ সালে রানার পিতা রমজান আলী অত্র কবরস্থানের জন্য সরকারের দেওয়া বরাদ্ধকৃত, টি আরের ২৫ হাজার টাকা আত্মসাৎ করে। পরে এলাকাবাসীর চাপে ৬ বছর পরে ৬ হাজার টাকা আদায় করা হয়। বাকী টাকা রমজান আলী এখনও পরিশোধ করেনি।

সংবাদ সম্মেলনে  করস্থানের আত্মসাৎকৃত টাকা ফেরত প্রদান ও কবরস্থানের গেইট ও রাস্তা করায় বাধাদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।