
সেনবাগ প্রতিনিধ, নোয়াখালী:
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নৌকার গণ-সংযোগে ব্যাস্ত সময় পার করছেন বারবার কারা নির্যাতিত সাবেক সফল ছাত্রলীগ নেত্রী লুৎফুন্নাহার মুন্নি। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, লুৎফুন্নাহার মুন্নি নোয়াখালীর বেগমগঞ্জের আওয়ামী পরিবারের সন্তান।
তিনি ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। ছাত্র জীবন থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, ১/১১ তে জননেত্রী শেখ হাসিনা কারাগারে থাকাকালীন ঈদের দিনেও নেত্রীর মুক্তির দাবিতে তিনি কারাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
মেধাবী এই ছাত্রলীগ নেত্রী ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যায় শাখার সহ-সভাপতি মনোনীত হন। ২০০২ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন, এছাড়া ছাত্র রাজনীতি করতে গিয়ে তিনি ছাত্রলীগের একাধিক গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
দলের জন্য ত্যাগ এবং সংগ্রামের মূল্যায়ন হিসেবে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে লুৎফুন্নাহার মুন্নিকে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামীলীগ এর প্রার্থী হিসেবে মনোনয়ন দেন দলীয় প্রধান শেখ হাসিনা,
তিনি ছাত্ররাজনীতি থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সবসময় স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচনে নৌকার জন্য নিরলস ভাবে কাজ করে আসছেন, তারই ধারাবাহিকতায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উনার নিজ এলাকা নোয়াখালী - ৩ (বেগমগঞ্জ) আসনে নৌকার সমর্থনে কাজ করে যাচ্ছেন।