Date: May 19, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

June 10, 2022 11:32:45 PM  
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ের বোদা উপজেলায় কাজী ফার্মসের মুরগীর খাদ্যবাহী ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে সৌরভ ইসলাম (১৫) নামে আরেক কিশোর।

শুক্রবার (১০ জুন) বিকেলে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ভাসাইনগর কাজী ফামর্স ফিড মিল গেটের সামনে এই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত মনিরুল ইসলাম একই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ভীমপুকুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে এবং পাথরাজ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনিরুল ও সৌরভ মোটরসাইকেল যোগে উপজেলার বোদা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে ভাসাইনগর কাজী ফামর্স ফিড মিল গেটের সামনে পৌঁছলে পঞ্চগড় থেকে আসা কাজী ফামর্স লিমিটেডের মুরগীর খাদ্যবাহী ট্রাক চালক কোন প্রকার সিগনাল না দিয়ে ট্রাকটি ফিড মিলের ভিতরে প্রবেশ করাতে মোটরসাইকে আরোহীদের ধাক্কা দেয়। এতে ট্রাকের ধাক্কায় রাস্তায় ফিটকে পড়ে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়। অপরজনকে স্থানীয়দের সহযোগীতায় দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে এ ঘটনার পরপরেই দূর্ঘটনার প্রতিবাদ ও ট্রার চালককে গ্রেফতারের দাবীতে উত্তেজিত এলাকাবাসিরা বিকাল সাড়ে চার টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুই পাশে যানবাহন আটকে পড়ে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় ওই স্কুল ছাত্রের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।