
পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠানিত হয়েছে। শনিবার পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম তারকনাথ স্কুল এন্ড কলেজ মাঠে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রুহুল আমিন বাবুল-এর আহবানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নূরে আলম আজাদ,
উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাজমুল হোসেন নীরব, মহিলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম।
রুহুল আমিন বাবুল তার ব্ক্তব্যে বর্তমান সরকারের সাফল্য ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে বলে উল্লেখ করেন। এছাড়াও চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে জয়যুক্ত করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান করেন।
আলোচনা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবুল-এর নেতৃত্বে একটি মিছিল পাটগ্রাম তারকনাথ (টিএন) স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশ প্রাঙ্গনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।