Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রামে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

October 19, 2023 05:41:22 PM   উপজেলা প্রতিনিধি
পাটগ্রামে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোস্তফা, পাটগ্রাম, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ অক্টোবর) উপজেলার মুক্তিযোদ্ধা অডিটর হলরুমে বীজ ও সার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি। উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাটগ্রাম পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, পজেলা ভাইস-চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল গাফ্ফার।অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে গম ও সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার এবং গম ও সরিষা বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।