
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটে।
আব্দুল গফুর (৪২) নামের ওই চালক ইজিবাইকে করে সিমেন্ট ও রড নিয়ে ঘুন্টির দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফ আলী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার কাছ থেকে ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নিয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আহত চালককে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ওসি আশরাফ আলী।