Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পদ্মায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পদ্মায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

March 10, 2024 06:28:53 PM   উপজেলা প্রতিনিধি
পদ্মায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

এনামুল হক:
শরীয়তপুরে পদ্মায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও  ম্যজিস্ট্রেট সহ ১০ জন আহত  হয়েছেন।

উপ-ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষে ফেরার পথে  কাঁচিকাটা থেকে দুলারচর  মাঝামাঝি পথে  পদ্মা নদীতে  এ দুর্ঘটনাটি ঘটে, আহতদের মধ্যে  (বাসিত সাত্তার) নামক একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে গুরুতর আহত অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে ।

শরীয়তপুরের জেলার ভেদরগঞ্জ উপজেলার  উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফিরছিলেন দায়িত্বরত কর্মকর্তারা, ফেরার পথে পদ্মা নদীতে দুইটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোক্তার হোসেন গাজী নামে এক তরুণ নিহত হয়।

এ ছাড়া তিনজন ম্যাজিস্ট্রেটসহ ১০ জন আহত হয়েছে। আহতরা শরীয়তপুর স্পেশালাইজড  হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে কাঁচিকাটা-দুলারচরের  মাঝামাঝি পদ্মা নদীতে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মোক্তার হোসেন একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। তিনি ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার বাচ্চু মিয়া গাজীর ছেলে।

আহত জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) বাসিত সাত্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ,ফরমস অ্যান্ড স্টেশনারি এবং প্রবাসী কল্যাণ শাখা) আবদুল্লাহ আল মামুন, ভেদরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাফিজ নাদিম, অফিস সহায়ক জুয়েল পাল, হুমায়ূন কবির ও স্পিডবোটের সহকারী মো. সাইফুলের নাম পাওয়া যায়।

এদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তারকে গুরুতর আহত অবস্থায়  ঢাকায় পাঠানো হয়েছে।

শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নদীর ওপারে ৭টি কেন্দ্রে রয়েছে। সেখানে দায়িত্ব পালন করতে আমাদের তিনজন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা গিয়েছিলেন। সেখান থেকে রাতে ফেরার পথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় তিনজন ম্যাজিস্ট্রেটসহ স্পিডবোটে থাকা ৯জন আহত হয়। অপর স্পিডবোটে থাকা একজন নিহত হয় ও একজন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।