Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পেঁপে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পেঁপে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা?

May 10, 2025 02:36:10 PM   অনলাইন ডেস্ক
পেঁপে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা?

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় রাতের আঁধারে দুর্বৃত্তরা এক দরিদ্র কৃষকের স্বপ্নভঙ্গ করেছে। শহীদবাগ ইউনিয়নের কুটিরপাড় এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে মো. আনোয়ার হোসেন নামে এক কৃষকের ২০০টি পেঁপে গাছ কেটে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে আনোয়ার হোসেনের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের লিচুবাগান এলাকার বাসিন্দা এবং আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি জানান, চার বছর আগে স্থানীয় জামে মসজিদের ১ একর জমি বাৎসরিক ৪৫ হাজার টাকায় লিজ নিয়ে সেখানে বিভিন্ন ফসলের পাশাপাশি ২৪ শতক জমিতে ২৫০টি পেঁপে গাছ রোপণ করেন। শ্রম আর পরিচর্যার মাধ্যমে গাছগুলো ফলন দিতে শুরু করে এবং কিছুদিনের মধ্যেই বিক্রি করে এনজিওর কিস্তি পরিশোধ ও সন্তানদের পড়াশোনার খরচ চালানোর পরিকল্পনা ছিল তার।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি সারি পেঁপে গাছ কেটে ফেলে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে লিজ নেয়া জমিতে বিভিন্ন ফল ও ফলজ গাছের চাষ করে আসছেন। তার সঙ্গে কারও শত্রুতা আছে বলে তারা শোনেননি। তবে তারা মনে করছেন, এটি শত্রুতামূলকভাবে করা হয়েছে। এমন কর্মকাণ্ডকে ‘ন্যাক্কারজনক’ বলে আখ্যা দিয়ে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

শহীদবাগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, তাই বলে গাছের সঙ্গে শত্রুতা? যারা এমন কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন অন্যায় করার সাহস না পায়।

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ঘটনাটি আপনার মাধ্যমে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনার আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।