Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে গ্রামীণ ব্যাংক শাখায় নাইট গার্ডের ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে গ্রামীণ ব্যাংক শাখায় নাইট গার্ডের ঝুলন্ত লাশ উদ্ধার

April 18, 2025 09:23:31 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে গ্রামীণ ব্যাংক শাখায় নাইট গার্ডের ঝুলন্ত লাশ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবোরহাট ইউনিয়নের গ্রামীণ ব্যাংক শাখা থেকে আলামিন (৩৫) নামে এক নাইট গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ব্যাংক অফিসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলামিন উপজেলার হাজীপাড়া গ্রামের মোড়লপাড়া এলাকার আবু বক্করের ছেলে। তিনি ব্যাংকে নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম জানান, আলামিন প্রতিদিন রাতে ডিউটি করতেন এবং সকালে বাড়ি ফিরতেন। তবে শুক্রবার সকালেও তিনি বাড়ি না ফেরায় তার স্ত্রী ব্যাংকে খোঁজ নিতে যান। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে কক্ষে তাকিয়ে তিনি স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয়রা জড়ো হন।

পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, এটি একটি অপমৃত্যুর ঘটনা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।