Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত

November 01, 2023 08:34:34 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
পীরগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে যুবরেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে স্মার্ট যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি রেলি শহরে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন প্রমুখ। শেষে যুবপ্রশিক্ষনার্থীদের মাঝে যুবঋনের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। আয়োজিত সভায় বিভিন্ন কর্মকর্তা ও অন্যান্য পেশাজীবীর লোকজন সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।