Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে বিএসএফের গুলিতে একজনের মৃত্যুর অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে বিএসএফের গুলিতে একজনের মৃত্যুর অভিযোগ

August 29, 2024 09:32:21 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে বিএসএফের গুলিতে একজনের মৃত্যুর অভিযোগ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে এই ঘটনা ঘটে।

স্থানীয় ৯ নং ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান জানিয়েছেন, গভীর রাতে বিএসএফ বাহিনী সীমান্তের ৩৪২/৭ পিলার এলাকায় গুলি করে। এতে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। মৃতদেহ বিএসএফ ভারতে নিয়ে গেছে বলে জানা যায়।

বিজিবি জানিয়েছে, তারা বিষয়টি শুনেছে এবং যাচাই চলছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি ফকিরগনজ ক্যাম্পের কোম্পানি কমান্ডার।