
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর এলাকায় পারিবারিক কলহের জেরে সংঘর্ষে বেয়াই সুশীল চন্দ্র রায়ের লাঠির আঘাতে অপর বেয়াই সলি রায় (৪৬) নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, দানাজপুর এলাকার সলি রায়ের পুত্র উত্তম চন্দ্র রায়ের সঙ্গে একই এলাকার সুশীল চন্দ্র রায়ের কন্যা ইপা রানীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে মেয়ের পরিবার এই বিবাহ মেনে নিতে আপত্তি জানায়। এর ফলে উভয় পরিবারের মধ্যে বিবাদের সূত্রপাত হয় এবং বিভিন্ন সালিশ বৈঠকও কোনো সমাধান দিতে ব্যর্থ হয়।
শেষমেষ, শনিবার সকালে উত্তম রায়ের পিতা সলি রায় এবং মেয়ে ইপা রানীর পিতা সুশীল চন্দ্র রায়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় মেয়ের পরিবারের লোকজন লাঠি দিয়ে সলি রায়কে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর সুশীল চন্দ্র রায় ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান।
স্থানীয় সূত্রে ৯নং ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে উভয় পরিবারের মধ্যে দেনদরবার চলছিল, যা শেষমেষ সংঘর্ষে গড়ায় এবং একজনের প্রাণহানি ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।