Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

March 23, 2025 09:42:31 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে, উপজেলার পীরগঞ্জ ৬ নম্বর ইউনিয়নের দক্ষিণ মসলন্দপুর এলাকায়, যেখানে শ্রী শ্রী দুর্গা মন্দিরে লক্ষ্মী, কার্তিক, এবং গণেশের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

মন্দিরের সভাপতি বিমল চন্দ্র জানান, রবিবার সকালে তিনি এলাকাবাসীর কাছ থেকে ভাঙচুরের খবর পান এবং ঘটনাস্থলে গিয়ে প্রতিমা ভাঙচুরের দৃশ্য দেখতে পান। তিনি বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করেন। পরে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ সার্কেল এএসপি হাই সরকার, ওসি তাজুল ইসলাম, পীরগঞ্জ ৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত অপরাধীদের শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।