
পীরগঞ্জ সংবাদদাতা, রংপুর:
রংপুরের পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৪টায় পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন রংপুর জাতীয় পার্টির সদস্য ও পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবেদ আলী প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুর আলম মিয়া জাদু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক ফিরোজ সরকার, স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও দলীয় সমর্থকরা।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।