Date: May 11, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পীরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

April 18, 2024 08:20:56 PM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। ‘প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনেে ও প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসন্পদ অধিদপ্তর ও  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: রনজিত চন্দ্র সিংহ, বিভিন্ন কর্মকতা, ডেইরি ফার্ম উদ্যেগতা  প্রাণিসম্পদ স্টাফ, গণমাধ্যমকর্মি ও অনান্য পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অর্ধশতাধিক ডেইরি খামারি মেলা  প্রদর্শনীর  আয়োজন করে।