Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / পূর্ণশক্তিতে মাঠে রিয়াল, বার্সার স্কোয়াড কেমন? - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পূর্ণশক্তিতে মাঠে রিয়াল, বার্সার স্কোয়াড কেমন?

October 26, 2025 07:16:32 PM   ক্রীড়া ডেস্ক
পূর্ণশক্তিতে মাঠে রিয়াল, বার্সার স্কোয়াড কেমন?

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকো মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে দুই দলের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আসল চ্যালেঞ্জ হবে মাঠে কারা কতটা প্রভাব বিস্তার করতে পারবে।

ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে, বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে।

গত বছরের অক্টোবরে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিল এবং ৪-০ গোলে হেরেছিল। সেই হারের প্রতিশোধ নিতে এবার পুরো শক্তিশালী দল নিয়ে নামছে রিয়াল। যদিও সেই হারের পরও গত মৌসুমে সুপার কাপ ও কোপা দেল রে'র ফাইনালে বার্সেলোনার কাছে হেরেছে তারা। লা লিগায় বার্সেলোনার মাঠে রিয়ালকে ৪-৩ গোলে হারতে হয়েছে। সামগ্রিকভাবে শেষ পাঁচটি এল ক্লাসিকোর মধ্যে চারটিতেই জয় এসেছে বার্সেলোনার কক্ষে।

রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পূর্ণশক্তি নিয়ে নামছে। ভিনি, এমবাপ্পে, রদ্রিগো ও বেলিংহ্যামরা বার্সেলোনার রক্ষণ ভেঙে ঢুকতে প্রস্তুত। এছাড়া রক্ষণেও কারভাজাল, মিলিতো, ট্রেন্ট ও অ্যাসেনসিওর মতো খেলোয়াড়রা থাকায় স্বাগতিকদের শক্তি যথেষ্ট।

বার্সেলোনার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ হান্সি ফ্লিক মাঠে থেকে সরাসরি পরামর্শ দিতে পারবেন না। তাছাড়া রাফিনিয়া, লেভেনডস্কি এবং আরও কিছু তারকা খেলোয়াড় এই এল ক্লাসিকোতে উপস্থিত থাকবেন না।

বার্সেলোনা স্কোয়াড:
সেজেসনি, কোচেন, এডার অ্যালার, বাল্ডে, আর. আরাউজো, কিউবারসি, জেরার্ড মার্টিন, কাউন্ডে, এরিক, জোফ্রে, জাভি এসপার্ট, পেদ্রি, ফার্মিন, এম. ক্যাসাদো, এফ. ডি জং, বার্নাল, ড্রো, ফেরান, লামিন ইয়ামাল, রাশফোর্ড, রুনি ও এ. ফার্নান।

রিয়াল মাদ্রিদ স্কোয়াড:
কোর্তোয়া, লুনিন, সার্জিও মেস্ত্রে, কারভাজাল, মিলিতো, ট্রেন্ট, অ্যাসেনসিও, আ. ক্যারেরাস, ফ্রাঁ গার্সিয়া, এফ. মেন্ডি, হুইজেন, বেলিংহ্যাম, কামাভিঙ্গা, ভালভার্দে, চৌমেনি, আরদা গুলার, ডি. সেবালোস, ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক, এমবাপ্পে, রদ্রিগো, গঞ্জালো, ব্রাহিম ও মাস্তানতুওনো।

ম্যাচটি শুধু তিন পয়েন্টের লড়াই নয়, বরং ক্লাসিকোর ইতিহাসে পরবর্তী অধ্যায়ের জন্যও গুরুত্বপূর্ণ। ফুটবল প্রেমীরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন কে এই লড়াইয়ে সবচেয়ে শক্তিশালী প্রমাণ করতে পারবে।