
আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরে প্রেম গঠিত কারণে নৃশংসভাবে হত্যার শিকার হন সিয়াম নামের উঠতি বয়সের এক যুবক। আত্মগোপনে থাকা আলোচিত সিয়াম হত্যাকাণ্ডের প্রধান আসামিকে দীর্ঘ ৭ মাস পর গ্রেফতার করেছে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। হত্যার শিকার সিয়াম(১৯) গাজীপুর মহানগরের সদর থানাধীন ছোট দেওড়ার সফিকুল ইসলামের ছেলে। গ্রেফতার হত্যাকান্ডের প্রধান আসামি মোঃ আরাফাত একই থানা এলাকার দক্ষিণ ছায়াবীথি এলাকার মোঃ মইনউদ্দিনের ছেলে।
জানা যায়, এ হত্যার ঘটনায় নিহতে পিতা বাদী হয়ে গাজীপুর মহানগর সদর থানায় অজ্ঞতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করে। হত্যারকান্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি দীর্ঘ কয়েকমাস পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব-১।
এরআগে গত বুধবার লক্ষ্মীপুর জেলার মান্দারীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি মো. আরাফাতকে (২২) গ্রেফতার করা হয়। চলতি বছরের এপ্রিল মাসের ২৭ তারিখে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সিয়ামকে গাজীপুরের সদর থানাধীন ছায়াবীথি এলাকার একটি মাঠের পাশে রেখে পালিয়ে যার হত্যাকারীরা।
র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, প্রেম গঠিত কারণে নৃশংসভাবে হত্যার শিকার হন সিয়াম। গ্রেফতারের পর প্রধান আসামি আরাফাত র্যাবের কাছে ঘটনায় লোমহর্ষক বর্ণনা দেয়। সে জানায়, তার প্রেমিকার সাথে সিয়ামের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে আরাফাত তার প্রেমিকার ফেসবুক আইডি নজরদারিতে রাখে। ফেসবুকে সিয়াম ও তার প্রেমিকার কথোপকথন ও চ্যাট করা দেখে সে সিয়ামকে হত্যার পরিকল্পনা করে। পরে কৌশলে সিমায়কে ডেকে আরাফাত ও তার আরো ১০/১৫ বন্ধু মিলে সিয়ামেন হাত-প বেঁধে দাঁড়ালো চাপাতি, সুইচ গিয়ার চাকু ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।