Date: May 12, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পুলিশের ধাওয়ায় বালতি ভর্তি ককটেল রেখে পালাল দুর্বৃত্তরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পুলিশের ধাওয়ায় বালতি ভর্তি ককটেল রেখে পালাল দুর্বৃত্তরা

March 10, 2024 06:29:33 PM   উপজেলা প্রতিনিধি
পুলিশের ধাওয়ায় বালতি ভর্তি  ককটেল রেখে পালাল দুর্বৃত্তরা

মাদারীপুরের মস্তফাপুরে পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) বিকেলে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামের কেরামত আলী মীরের ঘর থেকে ককটেলগুলো   উদ্ধার করে পুলিশ। এরপর রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে বোম ডিসপোজাল একটি ইউনিট এসে সেগুলো নিস্ক্রিয় করে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, এদিন দুপুরে সদর উপজেলার ঝিকরহাটিতে স্থানীয় আধিপত্য নিয়ে এনামুল দর্জি এবং ইকবাল দর্জি গ্রুপের সংঘর্ষ হয়। একপর্যায়ে হাতবোমা ও ককটেল বিস্ফোরণ শুরু হয়। খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।

পরে মহাসিন মীর, সজল মীর ও এনামুল দর্জিসহ ১০ থেকে ১২ জন ককটেলের বালতিসহ দৌড়ে পালাচ্ছিল। সে সময় পুলিশ ধাওয়া দিলে বালতিটি কেরামত আলী মীরের ঘরে রেখে পালিয়ে যায় তারা। ওই ঘর থেকেই বালতিতে থাকা পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এরপর খবর দিলে ঢাকা থেকে একটি বোম ডিসপোজাল ইউনিট এসে রাত সাড়ে ৯টার দিকে বড়মেহের এলাকায় ককটেলগুলো নিস্ক্রিয় করেছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, বালতিতে ভরা পাঁচটি তাজা বোমা উদ্ধার করে তা নিস্ক্রিয় করা হয়েছে। যারা বোমাগুলো রেখে পালিয়ে গেছে তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।