Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

March 22, 2025 09:18:13 PM   অনলাইন ডেস্ক
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

ফিলিস্তিনে যুদ্ধবিরতি উপেক্ষা করে মার্কিন-ইসরায়েলি সাম্রাজ্যবাদী শক্তির বর্বর গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে সদর উপজেলার দারিয়াপুর বন্দরে এই কর্মসূচি পালিত হয়।

দারিয়াপুর অঞ্চল শাখার সংগঠক ধনঞ্জয় কুমার নীহারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, কামরুল হাসান বসুনিয়া, মোখলেছুর রহমান, কল্লোল কুমার বর্মন, তাসিফ আহমেদ ও জিহাদ হোসেন। এর আগে নেতৃবৃন্দ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন।