
রায়হানুল ইসলাম:
ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী মুসলমানদের উপর চলমান নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে ‘মুসলমানদের করণীয়’ শিরোনামে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পরিচালনা করেছে রাজশাহী জেলা হেযবুত তওহীদ।
রবিবার (১১ মে) সকাল সাড়ে দশটায় রাজশাহীর তালাইমারী মোড় থেকে সাহেব বাজার পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা হেযবুত তওহীদের সভাপতি আরিফুজ্জামান গালিব। পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে ফিলিস্তিন, ইরাক, সিরিয়া–সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর চলমান নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় আমীর মশিউর রহমান। তিনি বলেন, “মুসলিম জাতিকে কালেমা তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ, আমরা আল্লাহর হুকুম ছাড়া অন্য কারও হুকুম মানব না -এই নীতিতে একতাবদ্ধ হলেই বিশ্বের সকল অন্যায় দূর করা সম্ভব হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হেযবুত তওহীদের নাটোর জেলা সভাপতি আব্দুস সবুর খান। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সহকারী আমীর আশেক মাহমুদ, নাটোর আঞ্চলিক আমীর আনিসুর রহমান সাকিব, জয়পুরহাট জেলা আমীর মাসুদ রানা চৌধুরী প্রমুখ।
কর্মসূচিতে রাজশাহী জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।