Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা ভাইসহ আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা ভাইসহ আটক

January 13, 2025 08:05:57 PM   উপজেলা প্রতিনিধি
বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা ভাইসহ আটক

বেনাপোল প্রতিনিধি:
ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ইব্রাহিম আহম্মেদ জানান, মাগুরা জেলার সদরের ঢাকা রোড এলাকার বাসিন্দা স্বপন পান্ডের মেয়ে সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিত পান্ডে ভারতে প্রবেশের সময় সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সুস্মিতা ঢাকার নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলার আসামি বলে স্বীকার করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, “ইমিগ্রেশন পুলিশ সুস্মিতা ও তার ভাইকে আটক করে থানায় সোপর্দ করেছে। এখান থেকে তাদের ঢাকার নিউ মার্কেট থানার হেফাজতে হস্তান্তর করা হবে।”

আটককৃতরা মাগুরার সাতদোহা এলাকার বাসিন্দা। তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।