
যশোরের বেনাপোল পৌরসভার ফায়ার সার্ভিসের সামনে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের মমিন হোসেনের ছেলে।
রোববার (১১ মে) সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের দিঘীরপাড় ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। বেনাপোল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, সকালে বাইসাইকেলে বেনাপোল আসার পথে চাউল বোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। নিহত ইসমাইল বেনাপোলের একটি মোটরসাইকেল গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা ট্রাক্টরটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার সময় ট্রাক্টর চালক মোবাইল ফোনে কথা বলছিলেন, যার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে।