
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাঁতী লীগের পৌর আহবায়ক, রায়পুর গাজী মার্কেট ব্যাবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, নুর উদ্দিন ভাট শিপলু। মোটরসাইকেল যোগে শোভাযাত্রা করে উপজেলা নির্বাচনে তার প্রার্থীতা জানান দিয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল ) বিকেল ৩টায় তিন শতাধিক মোটরসাইকেল যোগে সাত শতাধিক নেতাকর্মী এই শোভাযাত্রায় অংশ নেয়। রায়পুর মুরি হাটা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মিতালী বাজার, ক্যাম্পেরহাট, হায়দরগঞ্জ, খাসেরহাট বাসা বাড়ি বাজার, মোল্লারহাট, কেরোয়া, লেংড়া বাজার হয়ে রায়পুর গাজী মার্কেটে এসে সমাপ্তি ঘটে।
এই সময় সাংবাদিকদের প্রেস ব্রিফিং তিনি বলেন, রায়পুর উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। তিনি নির্বাচিত হলে রায়পুর উপজেলা মাদক, সন্ত্রাস, ডিজিটাল উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন। তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয় বার ভাবব না। জনপ্রতিনিধি নির্বাচিত হলে আমি আরো গভীরভাবে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থাকবো। আমি রায়পুর উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। রায়পুর উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদন ও কর্মমূখী করতে উৎসাহিত করতে চাই। এ জন্য আমি দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা চাই। উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিক ব্রিফিংকালে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী থেকে শুরু করে রায়পুর প্রেসক্লাবের আহ্বায়ক পীরজাদা মাসুদ, শিপন পাটোয়ারী, মুকুল পাটোয়ারী, ডি এস দুলাল, সুদেব কুরী, আক্তার হোসেন, আরিফ হোসেন রুদ্র সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।