
চিলাহাটি প্রতিনিধি:
নীলফামারীর চিলাহাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভোগডাবুরী ইউনিয়ন শাখার ৯টি ওয়ার্ড যুবদলের সভাপতি, সম্পাদক এবং নেতৃবৃন্দদের নিয়ে সফলভাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুবদল কর্তৃক আয়োজিত সর্বশেষ ও সমাপনী ইফতার মাহফিল এবং সভা-সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোগডাবুরী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু ওয়াজেদ জার্মান, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব ওবায়দুর রহমান জবা।
তারা সমাপনী ইফতার মাহফিল অনুষ্ঠানে বলেন, “বিগত খুনি হাসিনা ও ফ্যাসিবাদী সরকারের নির্মম অত্যাচার, নির্যাতন, নিপীড়ন দেশের মানুষের প্রতি ছিল। প্রতিটি ওয়ার্ড ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ডাকে যেভাবে সর্বস্তরের নারী ও পুরুষ সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, তাতে প্রমাণিত হয়েছে যে ফ্যাসিবাদী শাসনামলে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল।”
তারা আরও বলেন, “৫ই আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল এবং বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ইনশাআল্লাহ, অল্প কিছুদিনের মধ্যে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে ডোমার ডিমলা ১ আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাই আবারো প্রার্থীতা করবেন। আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের স্বার্থে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে পুনরুজ্জীবিত করতে এবং বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে আহ্বান জানাই।”