Date: November 27, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ভূমিকম্পের জেরে রোববার ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা স্থগিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভূমিকম্পের জেরে রোববার ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা স্থগিত

November 22, 2025 09:52:17 PM   দেশেরপত্র ডেস্ক
ভূমিকম্পের জেরে রোববার ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রোববার (২৩ নভেম্বর) সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সম্ভাব্য মানসিক ট্রমা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী করণীয় পরে জানানো হবে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এর আগে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে রোববারের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভূমিকম্পে আতঙ্কিত অনেক শিক্ষার্থীর অনুরোধে বিষয়টি উপাচার্যের কাছে তুলে ধরলে তিনি দ্রুত সিদ্ধান্ত দেন। অল্প সময়ের মধ্যেই এ সম্পর্কিত অফিশিয়াল ঘোষণা প্রকাশ করা হয়।