
ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু ঘিরে সামরিক উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ফেনী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার ১২৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকাজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অতিরিক্ত টহল ও নজরদারি কার্যক্রম শুরু করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ, চোরাচালান বা বিশৃঙ্খলা প্রতিরোধে ইতোমধ্যে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কোনো ধরনের সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করতে দেখা গেছে। বিজিবি সদস্যরা জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
সীমান্তবর্তী এলাকার কিছু বাসিন্দা জানান, বিজিবির এই অতিরিক্ত তৎপরতায় তারা কিছুটা উদ্বিগ্ন হলেও এটিকে তারা নিরাপত্তার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু কেন্দ্র করে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।