
ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) মোকারিমপুর ইউনিয়নের সলেমান শাহ দরবার শরিফ চত্বরে ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, লক্ষীকুন্ডা নৌ পুলিশের ওসি মনিরুজ্জামান মনির সহ অন্যান্য সাংবাদিক ও মৎস্যজীবীরা।