Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরায় অবৈধ অস্ত্র হাতে যুবক সাবেক ছাত্রলীগ নেতা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরায় অবৈধ অস্ত্র হাতে যুবক সাবেক ছাত্রলীগ নেতা!

September 08, 2023 08:55:37 PM   জেলা প্রতিনিধি
মাগুরায় অবৈধ অস্ত্র হাতে যুবক সাবেক ছাত্রলীগ নেতা!

মাগুরায় গত ৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে ছাত্রলীগের সঙ্গে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের মধ্যকার সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে অবৈধ আগ্নিয়াস্ত্র নিয়ে গুলি ছোড়া যুবকটির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। যুবকটির নাম শাহিনুর রহমান ওরফে বাটুল শাহীন। ২০১৯ সালের মার্চ পর্যন্ত সে মাগুরা শহরের আদর্শ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে বলে দলের একাধিক সূত্রে জানা গেছে।

মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান একাধিক নেতৃবৃন্দ জানিয়েছেন, ২০১৯ সালের ৩১ মার্চ ওই কলেজের ৫৪ শিক্ষার্থীর কাছ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণ বাবদ প্রায় ৪ লক্ষ টাকা আদায় করে আত্মসাথের অভিযোগ ওঠে কলেজের ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে। যে ঘটনার প্রেক্ষিতে ওই দিন আদর্শ কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। সেই কমিটিতে শাহীন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে মাগুরা জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হলেও শাহিনকে কোন কমিটিতে স্থান দেয়া হয়নি। তবে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, বুধবার ছাত্রলীগের নির্দিষ্ট কোনো কর্মসূচি ছিল না। অন্যান্যদের মতোই কয়েকজন ছাত্রলীগ কর্মী শহরের সমবায় ব্যাংকের সামনে চায়ের দোকানে বসে ছিল। সে সময় সেচ্ছাসেবক দলের কর্মীরা মিছিল নিয়ে যাবার পথে তাদের উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। যার প্রেক্ষিতে ছাত্রলীগ কর্মীরাও তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে এ সময় পিস্তল হাতে এক যুবককে দেখা গেলেও সে ছাত্রলীগের কেউ না। তার পরিচয়ও আমাদের জানা নেই।

অন্যদিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম বলেন, অবৈধ অস্ত্রধারী যুবকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বিগত সময়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল কিনা সেটিও জানা নেই। কোনো দূস্কৃতকারীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তার বিষয়ে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে সেটিই প্রত্যাশা করি।

জানা যায়, গত বুধবার মাগুরা শহরের ইসলামপুর পাড়ায় বিএনপি কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে জেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা আয়োজন করা হয়। ওই সভায় মিছিল নিয়ে যাবার পথে শহরের চৌরঙ্গী মোড়ে ছাত্রলীগের সঙ্গে সেচ্ছাসেবক দলের কর্মীদের সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সেচ্ছাসেবক দলের কর্মীরা ইট পাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠি সোটা নিয়ে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া করে। অন্যদিকে শহরের কলেজ রোডে মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে অবস্থানরত ছাত্রলীগ কর্মীরাও তাদের উদ্দেশ্যে ইট পাটকেল ছোড়ে। এতে বিএনপির ৫ নেতা-কর্মী কমবেশি আহত হয়। উভয় দলের মারমুখী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার কলিমউল্লাহ সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পর্যন্ত লাঠি হাতে রাস্তায় নামেন।

এদিকে ঘন্টাকাল ব্যাপী এই সংঘর্ষের কারণে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জামে মসজিদ রোড থেকে কলেজ রোড পর্যন্ত সকল দোকান পাট, মার্কেট বিপনী বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে বালিকা বিদ্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে এক যুবককে সেচ্ছাসেবক দলের কর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গুলি ছোড়ার একাধিক ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, পিস্তল হাতে গুলি করার কয়েক মুহূর্তে আগে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা শাহিনকে মাগুরা জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক হামিদুলের সাথে রাস্তায় দাঁড়িয়ে আলাপরত অবস্থায়। শাহীনের মাতা রিজিয়া বেগম বর্তমানে শালিখা উপজেলা অফিসে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে কর্মরত রয়েছেন ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী ভাইরাল হওয়া ওই যুবকের নাম শাহিন বলে নিশ্চিত করেছেন। সে শহরের স্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে। তার নামে সদর থানায় নারী নির্যাতন, মাদক ব্যবসাসহ সুনির্দিষ্ট ৩টি মামলা রয়েছে। সে ওয়ারেন্টের আসামী বলেও তিনি জানান।

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া অবৈধ অস্ত্রধারী যুবক যেই হোক না কেনো অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।এদিকে ঐ ঘটনার পর শাহিনের নাম ঠিকানা দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলেও ঘটনার  তিন দিন পার হয়ে গেলেও তাকে এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।