Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরায় আলোচিত নিয়োগ বাণিজ্যের মামলা এখন উচ্চ আদালতে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরায় আলোচিত নিয়োগ বাণিজ্যের মামলা এখন উচ্চ আদালতে

December 21, 2024 07:18:56 PM   জেলা প্রতিনিধি
মাগুরায় আলোচিত নিয়োগ বাণিজ্যের মামলা এখন উচ্চ আদালতে

মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলার ধূলজোড়া চুড়ারগাতি পিসি মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগ দেওয়া ৪টি পদের ঘুষের অর্ধ কোটি টাকার দুর্নীতি নিয়ে মামলাটি এখন উচ্চ আদালতে বিচারাধীন। মহামান্য হাইকোর্টের নির্দেশে নিয়োগ কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে ঘুষের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। তৎকালীন প্রধান শিক্ষক শ্রীকান্ত বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক আশুতোষ বিশ্বাস এবং ম্যানেজিং কমিটির সভাপতি রসকান্ত বিশ্বাস মিলে প্রায় ৫৪ লাখ টাকা লেনদেন করেন। নিয়োগ বঞ্চিত প্রার্থীদের অভিযোগে উঠে আসে ঘুষ গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়ার নানাবিধ অনিয়ম।

পরে অভিযোগকারীদের মধ্যে মাসুদ রানা ও মৌসুমি বিশ্বাস পৃথক মামলা করেন। উচ্চ আদালতে আপিল করলে বিচারপতি এস এম কুদ্দুস জামানের বেঞ্চ গত ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে নিয়োগ বাতিলের রুল ইস্যু করে। আদালত প্রতিপক্ষকে ছয় সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে।

মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মো. আলমগীর কবির জানান, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে এমপিওর জন্য পাঠানো ফাইল উপজেলায় ফেরত পাঠানো হয়েছে।

অভিযোগের তথ্য অনুযায়ী, এই নিয়োগ বাণিজ্যে স্থানীয় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার কথাও উঠে এসেছে। প্রধান শিক্ষক শ্রীকান্ত বিশ্বাস এবং ম্যানেজিং কমিটির সভাপতি রসকান্ত বিশ্বাস স্থানীয় আওয়ামী লীগের নেতৃস্থানীয় পদে রয়েছেন। এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানি বিশ্বাস সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে।

এলাকাবাসী ও নিয়োগ বঞ্চিত প্রার্থীরা সঠিক বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। তাদের মতে, এই বিচার প্রক্রিয়া যেন ভবিষ্যতে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে একটি সতর্কবার্তা হয়।