Date: October 25, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর এসি বাসে আগুন, নিহত ১০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর এসি বাসে আগুন, নিহত ১০

October 24, 2025 10:00:09 AM   আন্তর্জাতিক ডেস্ক
মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর এসি বাসে আগুন, নিহত ১০

মধ্যরাতে ভারতের অন্ধ্রপ্রদেশে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা, যা জনজীবনে গভীর শোক সৃষ্টি করেছে। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো এয়ারকন্ডিশনড বাসের সঙ্গে এক মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। এই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে কর্নল জেলার উল্লিন্দাকোন্ডা এলাকার কাছে জাতীয় মহাসড়ক-৪৪ এ। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকা পড়ে এবং স্পার্কের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

কর্ণুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত পাটিল জানিয়েছেন, রাত তিনটার দিকে কাবেরি ট্রাভেলসের ভলভো বাসটি হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। পথে একটি দুই চাকার যানকে ধাক্কা দেয়, যা বাসের নিচে আটকা পড়ে। ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে আগুন লাগার সঠিক কারণ তদন্ত করছে। যেহেতু এটি এয়ারকন্ডিশনড বাস ছিল, তাই যাত্রীদের জানালা ভেঙে বের হতে হয়েছে। যারা কাচ ভাঙতে পেরেছিলেন, তারা জীবিত উদ্ধার হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে।

নিখোঁজ যাত্রীদের খোঁজ এবং নিহতদের শনাক্তকরণের কাজ চলছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, “কর্ণুল জেলার চিনা টেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনার খবর পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকার সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।”