Date: October 25, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ১৫০ কেজি ইলিশ জব্দ, প্রশাসন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করেছে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১৫০ কেজি ইলিশ জব্দ, প্রশাসন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করেছে

October 25, 2025 12:46:53 PM   অনলাইন ডেস্ক
১৫০ কেজি ইলিশ জব্দ, প্রশাসন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করেছে

নিশিদ্ধ সময়ে ইলিশ মাছ কেনার অভিযোগে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে চারজনকে আটক করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, তারা শরীয়তপুর জেলার জাজিরা এলাকা থেকে ইলিশ কিনে ফিরছিলো। পুলিশের অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়, যা পরে উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

টঙ্গীবাড়ী থানার ওসি মো. সাইফুল আলম জানান, কিছু অসাধু জেলে প্রশাসনের নজর এড়িয়ে পদ্মা নদীতে মাছ শিকারে নেমে তা নদীর পাড়ে বিক্রি করেন। এই পরিস্থিতি প্রতিরোধ করতে শুক্রবার সকালে টঙ্গীবাড়ী থানার চৌকস পুলিশরা অভিযানে নেমে মাছ ক্রেতা সিরাজ, ইকবাল ও রাকিবসহ চারজনকে আটক করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াজেদ ওয়াসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে দশ হাজার টাকা করে এবং একজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। তিনি বলেন, আটক চারজনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং তাদের কাছ থেকে জব্দ করা মাছগুলো ন্যায্যভাবে দান হিসেবে বিতরণ করা হয়েছে।

এই ঘটনাটি ইলিশ শিকারের উপর চলমান নিষেধাজ্ঞা অমান্য ও নদী-পারের অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে প্রশাসনের সতর্ক দৃষ্টিভঙ্গিকে সামনে এনেছে।