Date: May 19, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নবীগঞ্জে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নবীগঞ্জে মানববন্ধন

March 21, 2023 08:14:56 PM   দেশজুড়ে ডেস্ক
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নবীগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সিলেট বিভাগের সাথে মানববন্ধন করেছে নবীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতি। সোমবার ১২ ঘটিকা থেকে নবীগঞ্জ উপজেলা কমপ্লেক্সের সামনে সকল শিক্ষক সংগঠনের যৌথ উদ্যোগে মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির উদ্যোগে এক মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ‌‘এক দফা এক দাবি, জাতীয়করণ জাতীয় দাবি’, ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন, করতে হবে জাতীয়করণ’ ইত্যাদি স্লোগানে স্লোগানে জাতীয়করণের দাবি জানান তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আউশকান্দি রুপ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমান এবং সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতি, দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক সালেহ আহমদ।

বক্তব্য রাখেন, হিরা মিয়া গার্লস হাইস্কুলে প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, ইনাতগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুল আলম, ঘোলডুবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমদ, মোশাহিদ আলী, শাহীন আক্তার, ইকবাল বাহার প্রমুখ। মানববন্ধনে মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয় করণের জোড় দাবি জানান বক্তারা।