Date: May 21, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / মৌলভীবাজারের জুড়ীতে মামুন হত্যার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মৌলভীবাজারের জুড়ীতে মামুন হত্যার প্রতিবাদে মানববন্ধন

May 09, 2024 06:44:20 PM   উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে মামুন হত্যার প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ীতে কলেজ ছাত্র আবু তাহের আহমেদ মামুনকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মামুনের এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ মে) বিকাল পাঁচটায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে মানববন্ধন করেন তারা। মামুন জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের চাচা মাওলানা আবুল হোসেন জানান, মামুনের বাড়ী উপজেলার শাহাপুর গ্রামে। গত রোববার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামে মামুনের ফুফাতো বোন ফারজানা আক্তার ফৌজিয়ার সাথে তার স্বামী পিকআপ চালক জুনেদ আহমেদের ঝগড়া হয়েছে এরকম শুনে বিষয়টি জানতে মামুন তাদের বাড়ীতে যান। সেখানে জুনেদের সাথে বাকবিতন্ডা হয়। পরে মামুন সেখান থেকে চলে আসেন। পরদিন সোমবার মামুন মোটরসাইকেল নিয়ে কচুরগুলের দিকে যাওয়ার সময় জুনেদ নিজ চালিত পিকআপ দিয়ে মামুনকে সজোরে ধাক্কা দিলে মামুন সহ মোটরসাইকেল আরোহী দুইজন ছিটকে পড়ে। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন মারা যান মামুন।

এরই প্রতিবাদে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান, শাহাপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হোসেন, সহকারী শিক্ষক সুমন আহমদ,  মৃত মামুনের বোন ফারজানা আক্তার ফৌজিয়া প্রমুখ। বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে মামুনকে গ্রেফতারের দাবী জানান।