
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের কর্মী সমাবেশে সবাইকে এক হয়ে কাজ করে গৌরবোজ্জ্বল অতীত ফিরিয়ে আনার আহ্বান জানান এমপি দুর্জয়। শনিবার (১৬ সেপ্টেম্বর ) বিকেলে বড়টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো: মেহেদী হাসান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি।
উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শুভ আহমেদ টোকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী( সুমন) , জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরোয়ার কিরণ খান, বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইদুর রহমান ( সাঈদ ), সাধারণ সম্পাদক শামসুল হক মোল্লা রওশন প্রমুখ।