Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহ সদর উপজেলা হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহ সদর উপজেলা হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

March 27, 2025 04:32:21 PM   উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহ সদর উপজেলা হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ময়মনসিংহ সংবাদদাতা:
‘মাহে রমজানের অঙ্গীকার, ঐক্যবদ্ধ জাতি গড়বো এবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার সদর  উপজেলা হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত।

গত বুধবার (২৬ মার্চ ২০২৫)  ময়মনসিংহ জেলার সদর  উপজেলা হেযবুত তওহীদ এর উদ্যোগে সদর উপজেলার ৭ নং চরনিলক্ষীয়া  বাটিপাড়ায় এই ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ বাচ্চু মিয়া ।  

মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি এনামুল হক বাপ্পা। তিনি তার আলোচনায় রোজা (সিয়াম) পালনের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন এবং হেযবুত তওহীদের মূল উদ্দেশ্য সম্পর্কে বলেন।

আরো উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ রানা, ময়মনসিংহ জেলা উত্তর শাখার সাধারন সম্পাদক মোফাক্কারুল ইসলাম, সদর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি সাদ্দানুর রহমান শান্ত, সম্ভুগঞ্জ শাখার সভাপতি নাজমুল হাসানসহ বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ প্রমূখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনার পর দেশ ও জাতীর কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।