
মুলাদী প্রতিনিধি:
বরিশালের মুলাদী উপজেলার ছবিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামে পরকীয়ার জেরে হামলার শিকার হয়েছে এক পরিবার। হামলায় ১২৯ নং রামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন (৪৮) নিহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার (১০ মে) আনুমানিক রাত ২টার দিকে স্থানীয় এক নারীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত লম্পট ওই নারীর বাড়িতে হামলা চালায়। এ সময় বাঁধা দিতে গেলে জাকির হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া হামলায় জাকিরের বড় ভাই গুরুতর আহত হন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
হামলার শিকার পরিবারের সদস্যরা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই নারীকে হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি সে হুমকি দিয়ে বলেছিল, "আমার কথা না শুনলে তোমাদের পুরো পরিবারকে মেরে ফেলব।"
স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।