
জামালপুরের মেলান্দহ উপজেলায় ১২ বছর বয়সী এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার রাতে নিজ ঘরে বসে বিষপান করে সে। নিহত ঝিনুকের বাবা আব্দুল জলিল।
পরিবারের সদস্যরা জানান, বিষপানের পর ঝিনুককে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রোববার ভোর ৫টার দিকে মেয়েটি মারা যায়।
ঝিনুকের পরিবারের দাবি, ব্যক্তিগত কিছু কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল সে। তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "ঘটনার খবর পাওয়ার পর আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ নিশ্চিত হতে পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হচ্ছে।"
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।