
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষা পেতে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার (১০ মে) বিকেল ৪টায় আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ এবং স্থানীয় যুবসমাজ অংশ নেন।
'মোল্লারহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনের আগে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, রাজাবাড়িয়া ও ইসলামপুর মৌজার কয়েকশ বিঘা ফসলি জমি এবং কয়েক হাজার মানুষের বসতবাড়ি ইতোমধ্যে বিষখালী নদীতে বিলীন হয়ে গেছে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর ভাঙনে বহু পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। ইতোমধ্যে ঐতিহ্যবাহী হদুয়া বাজার এবং হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসা নদীগর্ভে বিলীন হয়েছে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙন আরও তীব্র হচ্ছে। তারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম। তিনি বলেন, "এটি শুধু মোল্লারহাট ইউনিয়নের সমস্যা নয়, পুরো জেলার জন্যই এটি একটি ভয়াবহ সংকেত। বিষখালী নদীর করাল গ্রাসে এলাকাবাসী প্রতি বছর ভিটেমাটি হারাচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। স্থানীয়দের এই ন্যায্য দাবির সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি।"
এ ছাড়া বক্তব্য রাখেন জেড এ ভুট্টো ডিগ্রি কলেজের প্রভাষক মনির ইউ জামান, মোল্লারহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি আমির হোসেন হায়দার, সেক্রেটারি সরোয়ার হোসেন কাউসার, মাওলানা মোস্তফা কামাল, মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, "এটি একটি গুরুত্বপূর্ণ জনপদ, যেখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। নদী ভাঙনের কারণে তারা প্রতি বছর মাথা গোঁজার ঠাঁই হারাচ্ছেন।"
তাদের একমাত্র দাবি, বিষখালী নদীর পাড়ে জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণ করে জনপদটিকে রক্ষা করা হোক।