
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
“দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ৬টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
এতে পক্ষ ও বিপক্ষ দলের বিতর্কের পর ২৪ ফেব্রুয়ারি সোমবার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনালে মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপক্ষে মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়।
সেরা বিতার্কিক নির্বাচিত হন আনজুম রহমান বুশরা।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিতর্কে অংশগ্রহণ করেন আনজুম রহমান বুশরা, তানহা চৌধুরী, ফিজা সিদ্দিকী, এবং পাইলট স্কুলের পক্ষ থেকে অংশগ্রহণ করেন ইফফাত ফাহমিদা লামিয়া, হেমন্তী রায়, সাবিহা ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মোহনগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মাহমুদা আক্তার স্বর্ণালী, মাধ্যমিক শিক্ষা অফিস সুপারভাইজার গোলাম মোস্তফা এবং সাজ্জাদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিমল চন্দ্র পাল। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক দুর্নীতি প্রতিরোধ কমিটি ময়মনসিংহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, এবং মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন।