
মোহনগঞ্জ প্রতিনিধি, নেত্রকোনা:
নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী বাসিন্দা সাংবাদিক কামরুল ইসলাম রতনের বিরুদ্ধে।
এলাকাবাসী অভিযোগ করছেন যে, কামরুল ইসলাম রতন মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই একটি তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করছেন এবং স্কুলের ছাদ অবৈধভাবে ব্যবহার করছেন। তিনি, তার বাসার দ্বিতীয় তলায় স্কুলের ছাদ বরাবর একটি দরজা রেখে এই ছাদটি ব্যবহার করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। রোববার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, তিনি জানেন না স্কুলের ছাদ কারা ব্যবহার করছে। সাংবাদিকরা ঘটনাস্থল ত্যাগ করার পর প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ছাদ ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করছেন বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, ১৫ নভেম্বর ২০২২ সালে কামরুল ইসলাম রতন, স্কুলের ভবন ঘেঁষে বাড়ির কাজ করার সময় স্কুলের সীমানা নির্ধারণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আবেদন করেছিলেন প্রধান শিক্ষক। কিন্তু কোনো অদৃশ্য কারণে স্কুলের সীমানা নির্ধারণ করা হয়নি।
মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, তিনি এই বিষয়ে অবগত নন, তবে খুঁজ নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ অবগত হয়ে জানান, স্কুলের ছাদ ব্যবহারের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।