
নেত্রকোনার মোহনগঞ্জে পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোহনগঞ্জ উপজেলা শাখা ও যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রবিবার দুপুরে মোহনগঞ্জ পৌর শহরের স্টেশন রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপিতে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দোসর দালাল জসিমের মিথ্যা তথ্যের ভিত্তিতে ষড়যন্ত্রমূলকভাবে ফয়সাল আহমেদ খোকনকে বহিষ্কার করা হয়েছে। তারা এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব, সদস্য সচিব রাকিব হোসেন বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাজমুশ সাদি চৌধুরী অপু, সদস্য সচিব কিরণ খাঁ, মোহনগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মোহনগঞ্জ উপজেলার নির্যাতিত ও পরীক্ষিত ত্যাগী নেতা ফয়সাল আহমেদ খোকনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তারা কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সম্পাদক বরাবর বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।