Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মোহনগঞ্জে রাব্বি হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

মোহনগঞ্জে রাব্বি হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি

March 03, 2025 08:03:59 PM   উপজেলা প্রতিনিধি
মোহনগঞ্জে রাব্বি হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
মোহনগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ও মৎস্য ব্যবসায়ী গোলাম রাব্বি (২৪) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মোহনগঞ্জ রেলস্টেশন এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গোলাম রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধনে উপস্থিত হয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। হত্যার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে বাকি আসামিদেরও গ্রেফতার করা হবে।”

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গত ২ মার্চ রাত ৮টার দিকে মোহনগঞ্জ পৌর মাছ ও কাঁচা বাজার সমিতির সভাপতি মো. আনিছ মিয়ার ছেলে ও মৎস্য ব্যবসায়ী গোলাম রাব্বিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে।

প্রত্যক্ষদর্শী পলাশ মিয়া জানান, রোববার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত মোহনগঞ্জ রেলস্টেশন এলাকার স্টেশন মসজিদের পেছনে রেলওয়ে পুকুরের পাশে রাব্বিকে ডেকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা রাব্বিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের পর রাব্বি গুরুতর আহত অবস্থায় পুকুরে পড়ে যায়।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে টেংগাপাড়া এলাকার সবুজ মাস্টারের ছেলে রাফি মিয়া ও নওহাল এলাকার রফিক মিয়ার ছেলে সুজন মিয়াকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

তিনি আরও বলেন, “এ হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদঘাটন ও বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।